কার্যকরী মাথা ব্যথার দোয়া

মাথা ব্যাথাঃ মাথা ব্যাথা হলো অতি সাধারন একটি সমস্যা। যা কিনা হরহামেশা প্রায় সকলেরই হয়ে থাকে। তবে জানেন কি? মাথা ব্যাথার কারন এর মধ্যে প্রধান কারন হলো টেনশন। বলা যায় কারো যদি মাথা ব্যাথা হয় তাহলে ৭০ শতাংশই হচ্ছে টেনশনের কারনে। আর বাকিটা মাইগ্রেন অথবা আবহাওয়া, অতি মাত্রায় ধূমপান, ক্ষুধা, ঘুমের চাপ, পরিশ্রম, ঘুমের ঔষধ সেবনের কারনে হতে পারে। তাই বিশেষজ্ঞ ডাক্তারগন বলে থাকেন, মাথা ব্যাথা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই অভ্যাসগত পরিবর্তন এর পাশাপাশি সুন্দর-জীবনযাপন করা জরুরী। আমাদের পবিত্র কোরান শরীফে মাথা ব্যাথা থেকে পরিত্রান পেতে অনেক দোয়া ও আয়াত রয়েছে যা কিনা পাঠ করলে আপনি অচিরেই এর থেকে মুক্তি লাভ করতে পারেন। চলুন তাহলে দেখে নেই কি সেই গুরুত্বপূর্ণ মাথা ব্যথার দোয়া সমূহ।

আরো পড়ুনঃ 

হার্টের রোগীর খাবার তালিকা

মাথা ব্যথার দোয়া
মাথা ব্যথার দোয়া

তথ্যসূত্রঃ 

https://crescentdays.com/blogs/duas/dua-for-headache

https://islamqa.org/hanafi/shariahboard/120888/dua-for-removing-severe-migraine/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top