আসসালামু আলাইকুম, সম্মানিত চাকরিপ্রার্থী বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন । আপনারা যারা সাক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে সুখবর, সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ১ টি পদে ১৮ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
আজকে আমারা আমাদের আর্টিকেলটিতে বাংলাদেশ কিছু গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করব। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর কাজ , যোগ্যতা ও অভিজ্ঞতা, বেতন ভাতা , এবং আবেদন করার প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখে নেই- বাংলাদেশে কিছু ঘোষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এক নজরে দেখে নিন-
- ১। প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
- ২। বিজ্ঞপ্তি প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর ২০২৪
- ৩। বিজ্ঞপ্তি সংখ্যাঃ ১টি
- ৪। প্রকাশ সূত্রঃ দৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট
- ৫। চাকরির ধরনঃ সরকারি চাকরি
- ৬। ক্যাটাগরিঃ ০১টি
- ৭। পদঃ ১৮টি
- ৮। আবেদন করার মাধ্যমঃ অনলাইন
- ৯। আবেদন শুরু করার তারিখঃ ১৭/ ০৯ / ২০২৪
- ১০। আবেদনের শেষ তারিখঃ ১৭/ ১০/ ২০২৪
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিস্তারিত দেখে নিন-
- (১) পদের নাম: অফিস সহায়ক
- পদ সংখ্যাঃ ১৮ টি
- বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
- লিংঃ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে
- মাসিক বেতনঃ গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)
- শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া ও শর্তবলি-
১। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলিঃ
ক. উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ http://barc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ:
1) Online এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি:, সকাল ১০.০০ ঘটিকা।
II) Online এ আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৭ অক্টোবর, ২০২৪ খ্রি:, বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত আবেদনকারীগণ Online এ আবেদন করার সময় হতে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।
খ. Online এ আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবি এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ যথাক্রমে 100 kb এবং 60 kb হতে হবে।
গ. যেহেতু Online এ পূরণকৃত আবেদনপত্রের সকল তথ্যই পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র submit করার আগে প্রার্থী নিজে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা যাচাই করে শতভাগ নিশ্চিত হয়ে আবেদনপত্র submit করবেন।
ঘ. পরীক্ষা সংক্রান্ত যেকোন কাজের সহায়ক হিসেবে প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট করে এক কপি সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় Online এ পূরণকৃত আবেদনপত্রের এক কপি জমা দিতে হবে।
ঙ.পরীক্ষার ফি জমাদানের জন্য SMS প্রেরণের নিয়মাবলীঃ
Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণের পর নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পন্ন হলে Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা হলে প্রার্থী একটি User ID. ছবি ও স্বাক্ষর সম্বলিত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s Copy তে প্রদত্ত User ID ব্যবহার করে অনধিক ৭২ ঘন্টার মধ্যে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুইটি SMS করে উল্লিখিত পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২/-(একশত বার) টাকা জমা দিবেন। উল্লেখ্য যে, Online এ আবেদনপত্র Submit করার পর টাকা জমা না দিলে আবেদনপত্র কোনভাবেই গৃহীত হবে না।
১ম SMS: BARC <Space> USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BARC ABCDEF. Reply: Applicant’s Name, Tk 112/- will be charged as application fee, Your PIN is xxxxxxxx. To pay fee, Type BARC<Space>YES<Space> PIN, send to 16222.
২য় SMS: BARC<Space>YES<Space> PIN লিখে Send করতে হবে। 6222 নম্বরে। Example: BARC YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BARC. Your USER ID is (ABCDEF) and Password (xxxxxx).
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল নোটিশ দেখুন-
আরোও পড়ুন-
২৫২৪ পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ |
বাংলাদেশে কৃষি গবেষণা প্রতিষ্ঠান কয়টি?
১. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) দেশের কৃষির উন্নয়নে কাজ করে। এটি কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষকদের সহায়তা করে। BADC দেশের কৃষি উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে।
২. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) কৃষি গবেষণা ও উন্নয়নের জন্য প্রধান প্রতিষ্ঠান। এটি নতুন কৃষি প্রযুক্তি, বীজ উন্নয়ন, ও ফসলের গবেষণা করে। BARI-এর লক্ষ্য হল কৃষি উৎপাদন ও পুষ্টি উন্নয়ন করা।
৩. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) কৃষি গবেষণা কার্যক্রমের সমন্বয় করে এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। এটি কৃষি গবেষণার নীতি নির্ধারণ ও গবেষণা কার্যক্রমের মান নিয়ন্ত্রণের কাজ করে।
৪. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI)
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI) চা উৎপাদন ও গবেষণায় বিশেষায়িত। এটি চা গাছের বিভিন্ন প্রজাতি, চা উৎপাদন প্রযুক্তি এবং চা সেক্টরের উন্নয়নের উপর গবেষণা করে। BTRI চা শিল্পের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) ধানের উন্নত প্রজাতি ও চাষ পদ্ধতির গবেষণা করে। এটি দেশের প্রধান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধানের উৎপাদন বাড়াতে কাজ করে।
৬. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARC)
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARC) পরমাণু প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়নে গবেষণা করে। এটি ফসলের প্রজাতি উন্নয়ন, পোকা-মাকড় নিয়ন্ত্রণ ও মাটির স্বাস্থ্য বৃদ্ধির জন্য পরমাণু প্রযুক্তি প্রয়োগ করে।
৭. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) প্রাণিসম্পদ উন্নয়নে বিশেষায়িত। এটি গবাদি পশু, মাংস, দুধ ও ডিম উৎপাদনের জন্য নতুন প্রযুক্তি এবং প্রজাতি উন্নয়ন নিয়ে কাজ করে।
৮. বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI)
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI) চিনির ফসলের উন্নয়নে গবেষণা করে। এটি চিনি উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি এবং প্রজাতি উন্নয়নের উপর কাজ করে, যা দেশের চিনির চাহিদা পূরণে সাহায্য করে।
বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ কোনটি?
বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ (BARC) বাংলাদেশের কৃষি গবেষণার নীতিনির্ধারণকারী প্রতিষ্ঠান। এটি বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সমন্বয় করে এবং গবেষণা প্রকল্পগুলির মান নিয়ন্ত্রণের কাজ করে। BARC কৃষি উন্নয়ন ও গবেষণার জন্য নীতি প্রণয়ন, গবেষণা প্রকল্পের তত্ত্বাবধান এবং কৃষি উন্নয়নে সহায়ক প্রযুক্তির উন্নয়নে কাজ করে।
বিএআরসি এর পূর্ণরূপ কি?
বিএআরসি-এর পূর্ণরূপ হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (Bangladesh Agricultural Research Council)।
Barc মানে কি?
BARC মানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (Bangladesh Agricultural Research Council)। এটি কৃষি গবেষণা কার্যক্রমের সমন্বয়, নীতিনির্ধারণ এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির কাজ করে। BARC কৃষি উৎপাদন উন্নয়ন ও দেশের কৃষি খাতের উন্নতির লক্ষ্যে কাজ করে।