আসসালামু আলাইকুম, সম্মানিত চাকরি বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আপনারা যারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন সরকারি চাকরি নিয়োগ কবে দিবে? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কারন আমাদের আজকের আর্টিকেলটিতে বাংলাদেশ কর্তৃপক্ষ (বেপজা) বিভিন্ন শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন ৪ টি পদে মোট৪৮ জনকে নিয়োগ দিবে। পথগুলোতে নারী-পুরুষ আবেদন করতে পারবেন। অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। চলুন দেখি নেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা।
- ১। পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
- পদ সংখ্যা: ০৩ টি।
- যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা।
- বেতন ভাতা : ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।
- ২। পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা
- পদ সংখ্যা: ০৬ টি।
- যোগ্যতা: এইচএসসি পাশসহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
- বেতন ভাতা : ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা।
- ৩। পদের নাম: নিরাপত্তা পরিদর্শক
- পদ সংখ্যা: ০৬ টি।
- যোগ্যতা: এইচএসসি পাশসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদাসম্পন্ন পদে অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
- বেতন ভাতা : ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
- ৪। পদের নাম: নিরাপত্তা প্রহরী
- পদ সংখ্যা: ৩৩ টি।
- যোগ্যতা: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাশ। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক/ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে ৫ বছরের অভিজ্ঞতা।
- বেতন ভাতা : ৮,২৫০ – ২০,০১০ টাকা।
আবেদন শুরুর সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bepza.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি
শর্তাবলী:
১) নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে;
২) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে;
৩) বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং তাদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর;
৪) বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
৫) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোনো সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৬) বর্ণিত পদসমূহে যোগ্য পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন;
৭) নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা/বাছাই শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে;
৮) সশস্ত্র বাহিনীর প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় চাকরি থেকে অবসরের সনদ/খালাসী বইয়ের মূলকপি প্রদর্শন করতে হবে;
৯) কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে; 26
১০) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত পদসংখ্যা প্রয়োজনে হাস/বৃদ্ধি হতে পারে;
১১) চাকরিতে নিয়োগলাভের ক্ষেত্রে কোটার বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে;
১২) লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
১৩) নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে http://bepza.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: (ক) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬/০৯/২০২৪, সকাল ১০:০০ টা;
(খ) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৪/১০/২০২৪, বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন;
(গ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর ছবি দৈর্ঘ্য এবং প্রস্থ ৩০০X৩০০ (Pixel) এবং স্বাক্ষর দৈর্ঘ্য এবং প্রস্থ ৩০০X৮০ (Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন;
(ঘ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তাই Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে; (
ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন।
প্রার্থী উক্ত Applicant’s Copy Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি User ID থাকবে এবং উক্ত User ID ব্যবহার করে প্রার্থী যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে অনলাইনে আবেদন ফি সংক্রান্ত অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-০৭,০০,০০০০,১৭২.৩৭.০০৩.১৪-২৩৫(১), তারিখ: ১৭ আগস্ট ২০২৩ অনুসারে ক্রমিক নং ০১ এর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা
(অফেরৎযোগ্য), ক্রমিক নং ২ এর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা (অফেরৎযোগ্য), ক্রমিক নং ৩ এর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা (অফেরৎযোগ্য), ক্রমিক নং ৪ এর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরৎযোগ্য) Online এ আবেদন দাখিলের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম SMS: BEPZAUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BEPZA ABCDEF Reply: Applicant’s name, Tk…… will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee type BEPZAYesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: BEPZAYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BEPZA YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BEPZA Application for post. User ID is (ABCDEF) and Password (*)
(চ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে;
(ছ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বেপজার ওয়েবসাইটে https://www.bepza.gov.bd/career এবং http://bepza.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bepza.gov.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে;
(জ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bepza.teletalk.com.bd ওয়েবসাইটে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়াদি প্রার্থীর আবেদনে উল্লেখকৃত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অবহিত করা হবে বিধায়, উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়;
(ঝ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যে কোন অপারেটরের ফোন নম্বর থেকে ০১৫০০- ১২১১২১ নম্বরে কল করতে পারবেন অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।
(মেইল/মেসেজ এর subject-a Organization Name: BEPZA, Post Name, Applicant’s User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে);