কানের ব্যথা কমানোর উপায়

আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন। আমাদের মাঝে অনেকেই আছেন যারা কানের ব্যথা নিয়ে অনেকদিন থেকেই যন্ত্রণাদায়ক অবস্থায় আছেন। কোনরকম ব্যথায় সুখর নয়। কারণ অসুখের মানেই হলো সুখের অভাব।

আজকে আমরা আমাদের আর্টিকেলে কিভাবে কানের ব্যথা কমানো যায় , কেন ব্যথা হলে কি কি করনীয় , কোন ওষুধ খেলে কান ব্যথা ভালো হবে। এ সকল বিস্তারিত আলোচনা নিয়েই আমাদের আজকের আর্টিকেল। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। কানের ব্যথার কারণ।

কানে ব্যথা কেন হয়?

কানে ব্যথা হওয়ার থাকতে পারে অনেক কারণ। সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে কানে ব্যথা হতে পারে। আবার অনেক সময় দীর্ঘদিন সর্দি-কাশি লেগে থাকলে কানে ব্যথা হয়। গোসলের সময় অসাবধানতাবশত কানে পানি গেলে সেখান থেকেও কানে ব্যথা হতে পারে। কানে ব্যথা যদি সংক্রমণজনিত হয় তবে তা দূর করার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে কানে ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় জেনে রাখতে পারেন।

ঘরোয়া উপায়

১।সেঁক দিতে পারেন

কানে ব্যথায় গরম সেঁক দিলে আরাম পাওয়া যায়। যদি কান থেকে পুঁজ বের হয় তবে কানে গরম সেঁক দিন। তাতে কানের ভেতর জমে থাকা পুঁজ বের হবে এবং ব্যথাও কমবে অনেকটা। কানে গরম সেঁক দেয়ার জন্য প্রথমে গরম পানিতে একটি পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে নিংড়ে নিতে হবে। এরপর যে কানে ব্যথা সেখানে সেই ভেজা কাপড় মিনিট দুয়েক ধরে রাখতে হবে। এবার কাপড় সরিয়ে নিয়ে যে কানে ব্যথা সেই কান একদিকে কাত করলেই পুঁজ বেরিয়ে যাবে।.

২।হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার

এটি আপনি ওষুধের দোকানে কিনতে পাবেন। কানের যেকোনো সংক্রমণ দূর করতে এটি দারুণভাবে কাজ করে। একটি ড্রপারে তিন-চার ফোঁটা দ্রবণ নিয়ে যে কানে ব্যথা সেখানে দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন। তারপর মাথা অন্যদিকে কাত করলে ভেতরের তরল বের হয়ে যাবে। এরকমটা দিনে বেশ কয়েকবার করলে উপকার পাবেন। এতে সংক্রমণ কমে আসবে, সেইসঙ্গে কমবে ব্যথাও।.

৩।রসুন ও তেলের ব্যবহার

কানে ব্যথা দূর করতে সাহায্য করে রসুন ও তেল। সেজন্য প্রথমে সামান্য অলিভ অয়েলে এক কোয়া রসুন থেঁতলে দিন। এরপর সেই তেলটুকু হালকা গরম করে নিন। কোনোভাবেই উত্তপ্ত গরম তেল কানে ব্যবহার করবেন না। তাতে কান ক্ষতিগ্রস্ত হবে। সামান্য গরম হলেই নামিয়ে নিন। এবার সেই তেল ছেঁকে নিয়ে প্রতিদিন ব্যথাযুক্ত কানে দুই-তিন ফোঁটা দিন। এভাবে নিয়মিত দিলে কানে আরাম পাবেন।

কানের ব্যথার ঘরোয়া প্রতিকার

কানের ব্যথার জন্য বেশ কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে যা কানের ব্যথা থেকে মুক্তি দিতে পারে।

  • বাইরের কানে ঠান্ডা কম্প্রেস বা ঠান্ডা/ভেজা কাপড় লাগানো অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। 
  • কানের সংক্রমণে চুইংগাম উপকারী হতে পারে। 
  • শুয়ে থাকার পরিবর্তে সোজা অবস্থায় বিশ্রাম নিলে মধ্যকর্ণে চাপের কারণে কানের ব্যথা উপশম হয়। 
  • মাউথ গার্ড ব্যবহার করা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ব্যথায় সাহায্য করতে পারে

ঠাণ্ডাজনিত কারণে কানের ব্যথার ঘরোয়া প্রতিকারের মধ্যে রয়েছে ভাপ খাওয়া, ওভার-দ্য-কাউন্টার ওষুধ গ্রহণ এবং উষ্ণ তরল পান করা।

কানের ব্যথা প্রতিরোধ

কানের সংক্রমণের কারণে কানের ব্যথা সবসময় প্রতিরোধযোগ্য নাও হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, তবে সতর্কতা অবলম্বন করা সর্বদাই বাঞ্ছনীয়।

  • কানের আঘাত রোধ করতে, ধারালো জিনিস দিয়ে কান খোঁচা থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ।
  • সাঁতার বা গোসলের পর কান সবসময় শুকনো রাখা নিশ্চিত করে কানের সংক্রমণ এড়ানো যায়।
  • ধূমপান এড়িয়ে চলুন, বিশেষ করে শিশুদের আশেপাশে, কারণ এটি সেকেন্ডহ্যান্ড ধূমপানের কারণে কানের সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।
  • ঝরনা বা সাঁতার কাটার সময় শাওয়ার ক্যাপ বা ইয়ারপ্লাগ ব্যবহার করা কান থেকে পানি দূরে রাখতে সাহায্য করে।
কানের ব্যথা প্রতিরোধ

কানের ড্রপ এর নাম

  • মাইক্লিন ও ২% ডাব্লিউ/ভি/১ (Myclin O 2% w/v/1) …
  • বেস্টোফ্লক্স সি আই ইয়ার ড্রপ (Bestoflox Cl Ear Drop) …
  • ওটো-স্যাপ ইয়ার ড্রপ (Oto-Sap Ear Drop) …
  • ওটোলাক্স ও ইয়ার ড্রপ (Otolux O Ear Drop)
  • অ্যালবায়োটিক ইয়ার ড্রপ (Albiotic Ear Drop) Austro Labs.
  • ওটোসিন ইয়ার ড্রপ (Otocin Ear Drop) Mankind Pharma Ltd.
  • মাইকোটিক ইয়ার ড্রপ (Mycotic Ear Drop) Pharmasynth Formulations Ltd.
  • ওরেকিওর প্লাস ইয়ার ড্রপ (Orecure Plus Ear Drop)

আরও পড়ুন

কিভাবে দ্রুত কান ব্যথা বন্ধ করবেন?

কানের ব্যথা – কারণ, লক্ষণ, ওষুধ এবং ঘরোয়া চিকিৎসা

Check Also

চর্ম রোগের কারণ ও প্রতিকার

চর্ম রোগের কারণ ও প্রতিকার

ত্বক বা চামড়া হল সুরক্ষাদায়ক এবং মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ। ত্বকে অস্বস্তি সৃষ্টিকারী যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *